চন্দ্রঘোনার শতবর্ষী খ্রীষ্টিয়ান হাসপাতাল ডে কাল

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের চিকিৎসা সেবার বাতিঘর চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল ডে কাল (শনিবার)। দিবসটি উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। ১৯০৭ সালের ১৯ ডিসেম্বর হাসপাতালটির যাত্রা শুরু করে। দিবসটিতে প্রতি বছর হাসপাতাল দিবস হিসেবে পালন করে আসছে। এতদঞ্চলের পাহাড়ী বাঙালীদের চিকিৎসা সেবা দিয়ে আস্থা অর্জনের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে যুগোপযোগী চিকিৎসা সেবা দিয়ে ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে।
এলাকার দুস্থ ও অসহায় রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করে আসছে। দরিদ্র ফান্ড থেকে ভর্তিকৃত রোগীদের বিশেষ ছাড় দেয়া হয়। দূর্গম সুবিধা বঞ্চিত পাহাড়ী এলাকার নাগরিকদের চিকিৎসা সেবা অনন্য প্রতিষ্ঠান হিসেবে এই হাসপাতালটি সেবা দিয়ে যাচ্ছে।
চন্দ্রঘোনা হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং জানান, হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে যারা অর্থনেতিক ও সার্বিকভাবে চিকিৎসা দিয়ে আসছিল তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সামনের দিনে আধুনিক চিকিৎসা সেবা দেয়ার বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

Share.

Leave A Reply