স্টাফ রিপোর্টার ।
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় সহকর্মীর ছুরিকাঘাতে মো. আনোয়ার (২২) নামে এক যুবক খুন হয়েছেন।শনিবার (১৯ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, একটি সিগারেট কোম্পানিতে চাকরি করতেন আনোয়ার। শনিবার রাতে সহকর্মীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে খুন করা হয়। তিনি বলেন, এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পেরেছে পুলিশ। তাদের ধরতে অভিযান পরিচালনা করছে আমাদের একাধিক টিম।মো. আনোয়ার নগরের হালিশহর জে ব্লক এলাকার মো. সেলিমের ছেলে। তিনি মেরিস নামে একটি সিগারেট কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করতেন।