রাঙ্গুনিয়ায় কারিতাসের আয়োজনে নবান্ন উৎসব

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় কারিতাসের আয়োজনে নবান্ন উৎসব পালন করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া গ্রামে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত স্থানীয় নারীদের নিয়ে হস্তশিল্প ও পিঠা বানানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস সুফল-২ প্রকল্পের রাঙ্গুনিয়া উপজেলা কার্যালয়ের মাঠ কর্মকর্তা গৌরি ভট্টাচার্য্য। প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন। বক্তব্য দেন সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলম, ইউ পি সদস্য মাহবুব আলম , রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, সংবাদকর্মী মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে পাটি বুনন, সেলাই, পিঠা বানানোসহ ৬ ক্যাটাগরীতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। আগের দিন রোববার (২০ডিসেম্বর) উপজেলার ইসলামপুর ইউনিয়নের রইস্যাবিলি এলাকায় স্থানীয়দের নিয়ে একইভাবে নবান্ন উৎসব আয়োজন করেন কারিতাস।

Share.

Leave A Reply