রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের নুরজাহান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি’র বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগ সভাপতি আবদুল মান্নান তালুকদার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক সওকতুল আলম। উদ্বোধক ছিলেন উপদেষ্ঠা নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আইয়ুব রানা’র সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কৃষকলীগ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা এ কে এম জাহাঙ্গীর, এডভোকেট উম্মে হাবীবা, মোহাম্মদ আরমান চৌধুরী,আতিকুর রহমান চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা কৃষকলীগ নেতা আবদুল হান্নান রানা, এডভোকেট রেজাউল করিম, সেলিম মাহমুদ, ফজলুল ইসলাম ভুঁইয়া, মো. দিদারুল আলম, আলী আকবর তালুকদার, এম এ মান্নান চৌধুরী, নুর মোহাম্মদ বাহাদুর, মো. জসিম উদ্দিন, নারায়ন চন্দ্র দে, আবদুল মান্নান, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ’র নারী ভাইস চেয়ারম্যান আয়েশা আকতার, উপজেলা কৃষকলীগের প্রধান উপদেষ্ঠা এরশাদ মাহমুদ। অনুষ্ঠানে কৃষকলীগ রাঙ্গুনিয়া উপজেলা শাখাকে মডেল শাখা ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।
রাঙ্গুনিয়ায় কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
0
Share.