রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় গবাদী পশুর কৃমিমুক্ত কার্যক্রমের অংশ হিসেবে গবাদী পশুর জন্য বিনামূল্যে কৃমি নাশক ওষুধ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) সকালে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়া স্কুল মাঠে কৃমিনাশক ওষুধ বিতরণ কার্যক্রম শুরু হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফা কামাল, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার কল্পনা চাকমা, পোমরা ইউপির সাবেক চেয়ারম্যান ফজলুল কবির গিয়াসু, প্রাণিসম্পদ মাঠ সহকারি রাজিব হাসান ও মীর কামাল প্রমুখ। পুরো উপজেলায় ১০ হাজার ৪০ টি কৃমিনাশক ওষুধ বিতরণ করা হবে ।
রাঙ্গুনিয়ায় গবাদী পশু কৃমিমুক্ত কার্যক্রম শুরু
0
Share.