নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বেইলি ব্রীজ ভেঙে খালে পড়ে গেছে পণ্যবাহী ট্রাক। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টায় ১১বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন নাইক্ষ্যংছড়ি-রামুর গর্জনিয়া সীমান্ত বেইলী ব্রীজটি ভেঙ্গে এ দূর্ঘটনা ঘটে।
নাইক্ষ্যংছড়িতে বেইলী ব্রীজ ভেঙ্গে পণ্যবাহী ট্রাক খালে
0স্থানীয়রা জানায়, দূর্ঘটনা কবলিত বেইলী ব্রীজ দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। চট্টগ্রাম থেকে আসা পন্যবাহী ট্রাকটি দিনের বেলায় ঢুকতে দিবেনা জেনে ভোরেই ব্রীজটি পার হওয়ার চেষ্টা করে ট্রাক চালক। নড়বড়ে ব্রীজটি পার হতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জোড়াতালীর বেইলী ব্রীজটি ৩য় বারের মত দূর্ঘটনায় পড়ল।
Share.