রাঙ্গুনিয়ায় বীর মুক্তিযোদ্ধা নুরুল হক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় উপজেলার কোদালা ইউনিয়নের কোদালা সংলগ্ন মাঠে কোদালা কাঁঠালতলী একতা সংস্থার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা নুরুল হক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কোদালা মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুখবিলাস ফিশারিজ এন্ড প্ল্যান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ। উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউছার নূর লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আবুল হাশেম সওদাগর। বিশেষ অতিথি ছিলেন কোদালা ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আজিম, কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নাছির উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মো. ইসহাক, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খুরশেদ আলম, জহির আহমেদ কোম্পানী, শিক্ষানুরাগী হাজী শাহ আলম, উপজেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল ইসলাম রাসেল, রাসেল রাসু প্রমুখ। টুর্নামেন্টে ১৬ টি দল অংশ গ্রহন করে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্ধিতা করেন কোদালা উচ্চ বিদ্যালয় ২০০৩ ব্যাচ একাদশ ও সরফভাটা বেস্ট এলাভেন একাদশ। টুর্নামেন্টে সরফভাটা বেস্ট এলাভেন একাদশ ৮ উইকেটে বিজয়ী হয়।

 

Share.

Leave A Reply