বান্দরবান বাজারের কে এস প্রু মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে ১৫টি দোকান।বৃহষ্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার সময় প্রায় ১৫টি দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা মিলে প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয়দের মতে, কেএস প্রু মার্কেটের একটি ব্যাটারীর দোকানের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৩কোটি টাকার মত ক্ষতি হয়েছে।ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. কামাল জানান, সকালে কে এস প্রু মার্কেটে আগুন লেগে ১৫ টি দোকান পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটি টাকা বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
বান্দরবানে আগুনে পুড়েছে ১৫টি দোকান
0
Share.