কলেজের সেশন ফি জমা দিয়ে বাড়ী ফেরা হলো না সীতাকুণ্ডের শারমিন সুলতানা রিয়ার(১৮)। জীবনের প্রদীপ নিভিয়ে দিলো ঘাতক কাভার্ডভ্যান। আজ রবিবার(৩জানুয়ারী) দুপুরে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নে মহাসড়কের বড় দারোগারহাট বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। নিহত কলেজ ছাত্রী রিয়া বারৈয়াঢালা মহালংকা মল্লা বাড়ির জামশেদ উদ্দিনের কন্যা ও সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের এইচ.এস.সি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
সীতাকুণ্ডে কলেজ ছাত্রী রিয়ার জীবন কেড়ে নিলো ঘাতক কাভার্ডভ্যান
0
Share.