১৫ মামলার আসামি সেই ভিক্ষুকে গ্রেপ্তার না করায় রাঙ্গুনিয়ায় ফের বিক্ষোভ 

0
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৫ মামলার আসামি ও বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু শরণংকর থেরকে গ্রেপ্তার না করায় বিক্ষোভ করেছে স্থানীয়রা। রোববার (১৭ জানুয়ারি) বিকালে উপজেলার পদুয়া ইউনিয়নের দশমাইল মুক্তিযোদ্ধা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক উসকানি, ধর্মের নামে সরকারি বন উজাড়, জোরপূর্বক স্থানীয় নিরীহ মানুষের জায়গা-জমি দখল, ঘরবাড়ি উচ্ছেদ, অনলাইনে উসকানিমূলক বিবৃতি, হিন্দু সম্প্রদায়ের শশ্মান দখলসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে শরণংকরের বিরুদ্ধে।
তাকে গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের ব্যানারে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নিয়েছেন। রাঙ্গামাটি-বান্দরবান সড়কের দুইপাশে দীর্ঘ এক কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে শরণংকরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান। প্রধান অতিথির বক্তব্য দেন পদুয়া ইউনিয়ন মানবাধিকার কমিশনের সভাপতি বদিউজ্জামান বদি।
আরও বক্তব্য রাখেন মুসলিম উম্মাহ ঐক্য পরিষদের সভাপতি মাওলানা হাকিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, উপজেলা বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক রঞ্জন বড়ুয়া, লুম্বিনী কানন মন্দির পরিচালনা পরিষদের সভাপতি টিটু কুমার বড়ুয়া, পদুয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক বিধু মুৎসুদ্দী, রাঙ্গুনিয়া পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি শৈবাল চক্রবর্তী, সদস্য প্রিয়তোষ কান্তি দে, সঞ্জয় দে, মুসলিম উম্মাহ ঐক্য পরিষদের মাওলান জিয়াউর রহমান, মো. রমজান আলী, মো. বাদশাহ, মো. সেলিম, রাঙ্গুনিয়া বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি আশিষ বড়ুয়া, পদুয়া শিব মন্দিরের উপদেষ্টা পুলক চৌধুরী, ভগবানপুর ধম্মাংকুর বিহারের সভাপতি রাজন তালুকদার শিবলু, মঈন উদ্দিন মহির, মহির উদ্দিন রানা, জামাল উদ্দিন প্রমুখ।
Share.

Leave A Reply