রাঙ্গুনিয়া কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন আরিফ চৌধুরী

0
রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লি. ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার (১৯ জানুয়ারি) মনোনয়ন ফরম জমাদানের শেষ দিনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন। এসময় ভাইস চেয়ারম্যান ও পরিচালক পদের প্রার্থীরাও মনোনয়ন ফরম জমা দেন।
ইউসিসিএ’র বর্তমান সভাপতি উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ রানা ও সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা ভাস্কর প্রসাদ চৌধুরী প্রার্থীদের মনোনয়ন ফরম গ্রহণ করেন। তফসিল অনুযায়ি আগামী ৮ ফেব্রুয়ারি ১জন চেয়ারম্যান, ১জন ভাইস চেয়ারম্যান ও ৬ জন পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আবু জাফর চেয়ারম্যান, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চিশতি, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, আবু তৈয়ব চৌধুরী, মো. হারুন, চাষি নেজাম উদ্দিন, সুলতান আহমদ মেম্বার প্রমূখ। #
Share.

Leave A Reply