রাঙ্গুনিয়া প্রতিনিধি
চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনোজ কান্তি বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর পার্কভিউ হাসপাতালে মারা গেছেন। গতকাল বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মনোজ বিশ্বাস হোছনাবাদ ইউনিয়নের প্রয়াত শিক্ষক অলক কুমার বিশ্বাসের ছেলে। গতকাল বুধবার রাতেই তাঁর নিজ বাড়িতে শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসের মৃত্যুতে শিক্ষক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. ইদ্রিচ আজগর প্রয়াতের বিদেহী আত্মার সদগতি কামনা করে গভীর শোক প্রকাশ করেন এবং প্রয়াতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। – এম এ হোসাইন
রাঙ্গুনিয়ায় সিনিয়র শিক্ষক মনোজ বিশ্বাসের মৃত্যু
0
Share.