আনোয়ারায় ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

0

চট্টগ্রামের আনোয়ারা থানাধীন গহিরা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।গ্রেপ্তার মো. আলাউদ্দিন (২৭) আনোয়ারার পশ্চিম রায়পুর এলাকার মৃত মোজাহার মিয়ার ছেলে।আজ মঙ্গলবার র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, গতকাল সোমবার রাতে গহিরা দোভাষীর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ইয়াবা মায়ানমার হতে বঙ্গোপসাগর ব্যবহার করে আনা হয়েছে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।’

Share.

Leave A Reply