আজ মঙ্গলবার চট্টগ্রামের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নগরের চান্দগাঁও থানার খাজা রোডের সিরাজুল ইসলাম (৩০) ও চন্দ্রিমা আবাসিক এলাকার সাইমন আলম চৌধুরী (৩২)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী আইনের ১০ ও ১৩ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে আদালতে প্রমাণিত হয়েছে।
‘এজন্য প্রত্যেক আসামিকে উভয় ধারায় পৃথকভাবে ২ বছর করে মোট চার বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ ঘোষণা করেছেন আদালত। পরবর্তীতে দুই আসামিকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।’
এর আগে ২০১৮ সালের ২৪ ডিসেম্বর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে উক্ত দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।