নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষক রাঙ্গুনিয়া বেগম ইকবাল জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) মিসেস নীলিমা রানী চৌধুরী (৭৭) চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে বুধবার(১০ ফেব্র“য়ারি) দুপুরে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, চার মেয়ে, পুত্রবধূ, জামাতা, অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়- স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। একই দিন বিকেলে প্রয়াতের নিজ বাড়ি রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি গ্রামে শেষকৃত্যানুষ্ঠান করা হয়।
প্রয়াতের একমাত্র পুত্র রাংগুনিয়া সরকারি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী প্রয়াতের আত্মার সদগতি কামনার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
শিক্ষাবিদ নীলিমা রানী চৌধুরীর মৃত্যু
0
Share.