চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

0

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. রাকিবুল ইসলাম (১৯) নামে এক পিকআপভ্যান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আরও দুইজন গুরুতর আহত হয়।

নিহত রাকিব ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শিমুলপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে। দুর্ঘটনায় আহত অন্য দুইজন হলেন- মো. হৃদয় (১৯) ও মো. সামাদ (২০)।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় সীতাকুণ্ডের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার  বলেন, চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান মিনি পিকআপকে পিছন থেকে ধাক্কা দিলে রাকিব নামে এক শ্রমিক গুরুতর আহত হয়।  পরে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুইজনকে ২৮ নম্বর নিউরোসার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Share.

Leave A Reply