নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) রাঙ্গুনিয়া উপজেলা শাখা গঠিত। শুক্রবার(১২ ফেব্র“য়ারি) রাতে থানা সদরের সোহাগ কমিউনিটি সেন্টারে কমিটি গঠন উপলক্ষে এক সভায় রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের প্রধান প্রকৌশলী রহিম উদ্দিন সিকদারকে সভাপতি ও বাংলাদেশ রেলওয়ে’র প্রকৌশলী আবু জাফরকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। কমিটির ঘোষণার পূর্বে সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী রহিম উদ্দিন সিকদার । প্রধান অতিথি ছিলেন আইডিইবি চট্টগ্রাম জেলার সভাপতি নেছার উদ্দিন। প্রকৌশলী রুবেল সিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন আইডিইবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জসীম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জয়দেব বৈদ্য, জনসংযোগ ও প্রচার সম্পাদক রফিকুর রহমান, চপই ছাত্র সংসদের সাবেক জি এস আরিফ হাসান, মনিরউজ্জামান দিনার রাকিব। উপস্থিত ছিলেন প্রকৌশলী সুযিত তালুকদার, সাইফুল ইসলাম, মো. ফারুক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম সাইমন, আনোয়ার, সাব্বির, সালামত আলি,ওমর ফারুক প্রমুখ।
আইডিইবি রাঙ্গুনিয়া শাখা গঠিত
0
Share.