রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচন : আ.লীগ প্রার্থীর প্রচারণা শুরু

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় প্রচারণায় নেমেছেন আ.লীগের প্রার্থী ও বর্তমান মেয়র মো. শাহজাহান সিকদার। শনিবার (১৩ ফেব্রæয়ারি) বিকেলে আ.লীগ প্রার্থী মো. শাহজাহান সিকদার উপজেলা সদরের ইছাখালী ও গুচ্ছগ্রামে গণসংযোগ করেন।
আওয়ামীলীগ প্রার্থী মো. শাহজাহান সিকদার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জানিয়ে তিনি বলেন,“ শনিবার (১৩ ফেব্রæয়ারি) বিকেল থেকে তাঁর প্রচারণা শুরু হয়েছে। পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ চালাবেন তিনি।
তিনি গণসংযোগের সময় মানুষের বেশ সাড়া পাচ্ছেন জানিয়ে আরো বলেন, পৌরসভায় গত ৫ বছরে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হয়েছে, সাধারণ নাগরিকদের দোড়গোড়ায় প্রকৃত নাগরিক সেবা পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। পৌরসভার উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে আবারও তিনি প্রার্থী হয়েছেন। বরাবরের মতো এবারও সাধারণ জনগণ তাকে ভোট দেবেন বলে তিনি জানান।
বিএনপি’র প্রার্থী মো. হেলাল উদ্দিন শাহ’র সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্যক্তিগত কাজে তিনি ব্যস্ত রয়েছেন। তিনি এখন বান্দরবান আছেন। শুক্রবার (১২ ফেব্রæয়ারি) তিনি ঘাটচেক এলাকায় গনসংযোগ চালানোর কথা জানান।
অন্যদিকে ৯ টি ওয়ার্ডে সাধারণ ও নারী কাউন্সিলর প্রার্থীরা এলাকায় প্রচার প্রচারণা চালানোর খবর পাওয়া গেছে। প্রতীক পাওয়ার পর তাঁরা তাঁদের নিজ নিজ প্রতীক পরিচয় করিয়ে দিতে এলাকার মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন।
উল্লেখ্য শুক্রবার (১২ ফেব্রæয়ারি) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। ২৮ ফেব্রয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৫১৯ জন এবং নারী ১২ হাজার ২৭২ জন। ১১টি ভোট কেন্দ্রের ৭০টি বুথে এবার ইভিএম এ ভোট গ্রহণ করা হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

Share.

Leave A Reply