রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচন : প্রচার প্রচারণায় কাউন্সিলর প্রার্থীরা

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা। এবারের নির্বাচনে ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিদ্বন্ধি এসব প্রার্থীরা মিটিং, মিছিল, মাইকিং, সভা, সমাবেশ, গণসংযোগসহ বিভিন্ন ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাদের ব্যানার-পোষ্টারে ছেয়ে গেছে পৌরসভার অলিগলি। ফেসবুকে তাদের কর্মী-সমর্থকরাও প্রার্থীদের পক্ষে নানা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী পৌরসভার ৭নম্বর ওয়ার্ড মুরাদনগর ওয়ার্ডে প্রচারণা চালিয়েছে কাউন্সিলর প্রার্থী মিনাজুর রহমান বেলাল। এসময় তিনি তার নির্বাচনী “ব্ল্যাকবোর্ড” প্রতীকে ভোট চেয়ে দিয়েছেন নানা প্রতিশ্রুতি। এদিন তিনি মুরাদনগর ওয়ার্ডের পশ্চিম পাড়া, কুলকুরমাই বড়ুয়া পাড়া, জলদাশ পাড়াসহ আশেপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন। এসময় তার সাথে স্থানীয় নুরুল আলম বাদল, মো. বাচা, মো. কালু, মো. মান্নান, মো. খোরশেদ আলম, মাওলানা হাছান, ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মো. চুনু, মো. জাহেদ, মো. ফরিদ, মো. মান্নান, সাবেক ম্বার আলী নূর, মোহাম্মদ আলী মিয়াজী, জাকের হোসাইন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নাঈমুল হক চৌধুরী, আবুল কাশেম, মো. আক্তার, মো. জুলিসহ তার কর্মী-সমর্থকরা সাথে ছিলেন। তিনি
নির্বাচিত হলে এলাকায় ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ, অনুন্নত সড়ক, অন্ধকারাচ্ছন্ন এলাকায় লাইটিং, বর্জ্য ব্যবস্থাপনায় ডাস্টবিন স্থাপনসহ উন্নয়ন ও এলাকার মানুষের আর্ত সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
ইছাখালী ৩নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন কাউন্সিলর প্রার্থী ও উপজেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন শাহ। উটপাখি মার্কায় ভোট চেয়ে তিনি ভোটারদারে বাড়ি বাড়ি যান। তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে জানান। এছাড়া মানুষের দৌড়গোড়ায় প্রকৃত নাগরিক সেবা পৌঁছে দিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন বলে জানান।
একই ওয়ার্ডের প্রার্থী শাহাদাত হোসেন সুমন “টেবিল ল্যাম্প” প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। তাকে ভোট দিয়ে এলাকার মানুষের সেবা করার সুযোগ সৃষ্টি করে দেওয়া হলে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে ভূমিকা রাখবেন জানালেন তিনি।

সৈয়বাড়ি ৮নম্বর ওয়ার্ডে জোর প্রচারণা চালাচ্ছেন কাউন্সিলর প্রার্থী মাহবুবুল আলম সিকদার। এলাকার যুব সমাজের ব্যাপক সমর্থনের পাশাপাশি স্থানীয় মুরব্বী শ্রেণী ও সচেতন মহলের ব্যাপক সমর্থন রয়েছে তার। দীর্ঘদিন ধরে নানা সামাজিক কর্মকান্ডে জড়িত মাহবুব আলম সিকদার এবার নির্বাচন করছেন “উটপাখি” প্রতীকে। মঙ্গলবার তিনি প্রচারণা চালিয়েছেন ওয়ার্ডের পূর্ব সৈয়দবাড়ি এলাকায়। এসময় তার সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাথে ছিলেন। নির্বাচিত হলে এলাকাকে মাদকমুক্ত করার পাশাপাশি মানুষের দৌড়গোড়ায় প্রকৃত নাগরিক সেবা পৌঁছে দিতে কাজ করবেন বলে জানান তিনি। এছাড়া উন্নয়ন-অগ্রযাত্রায় এলাকাকে ভিন্নমাত্রা এনে দেওয়ার ক্ষেত্রে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
৯নম্বর ওয়ার্ড ইছামতী এলাকায় নিরবিচ্ছিন্ন প্রচারণা চালাচ্ছেন কাউন্সিলর প্রার্থী লোকমানুল হক তালুকদার। গত ৫ বছরে এলাকায় ব্যাপক উন্নয়নে ভূমিকা রেখেছেন তিনি। বিভিন্ন মসজিদ, মন্দির, সড়কে দিয়েছেন সোলার প্যানেল, লাইট পোস্ট সহ নানা দান অনুদান। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ নানা ভাতার ব্যবস্থা করে তিনি মানুষকে নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার চেষ্টা করেছেন বলে জানান তিনি। এবারও “ব্ল্যাকবোর্ড” প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচিত হলে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার পাশাপাশি মানুষের সেবায় বদ্ধপরিকর কাউন্সিলর লোকমানুল হক তালুকদার। ইতিমধ্যেই তিনি প্রচারণা চালিয়েছেন ইছামতী এলাকার বিভিন্ন পথ-প্রান্তরে। এসময় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানান তিনি।
উলে­খ্য পঞ্চমধাপে রাঙ্গুনিয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। এই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি’র দুই মেয়র প্রার্থীসহ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৫১৯ জন এবং নারী ১২ হাজার ২৭২ জন। ১১টি ভোট কেন্দ্রের ৭০টি বুথে এবার ইভিএম এ ভোট গ্রহণ করা হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

Share.

Leave A Reply