রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) স্কুল মাঠে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি সুমঙ্গল মুৎসুদ্দীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন পরিচালনা পরিষদ সদস্য জাফর ছালেক সিকদার, আনোয়ার করিম সিকদার সিরাজ, শওকত হোসেন সেতু, ইকবাল শাহ চৌধুরী, আজিম উদ্দিন ও সুপ্রিয়া মুৎসুদ্দী। টুর্নামেন্টের ফাইনাল খেলায় মেঘনা দল ৩-২ গোলে কর্ণফুলি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
0
Share.