লোহাগাড়ায় বাসকে ধাক্কা দিয়ে উল্টে গেল ট্রাক: নিহত ২

0

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চুনতি ফরেস্ট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসযাত্রীদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। দোহাজারি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কক্সবাজার থেকে মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের দিকে আসছিল। চুনতি ফরেস্ট গেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক বাসটির ডান পাশে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো আমরা পাইনি। ঘটনাস্থলে পুলিশের টিম যাচ্ছে।

Share.

Leave A Reply