রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকায় আ.লীগের মেয়র প্রার্থী (নৌকা প্রতীক) মো. শাহজাহান সিকদারের সমর্থনে সৈয়দবাড়ির সর্বসাধারণের ব্যানারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে সৈয়দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষাবিদ মো.নুরুল হক মাস্টারের সভাপতিত্বে ও শিক্ষক মো. আবু সায়েমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী মো. শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মো. আকতার হোসেন খাঁন, পৌর আওয়ামীলীগের সভাপতি মো.আসলাম খান, উপজেলা আ.লীগেরধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, কৃষি বিষয়ক সম্পাদক মো. জাফর ছালেক সিকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী প্রদীপ বড়ুয়া, সদস্য শেখর বিশ্বাস, শৈবাল চক্রবর্ত্তী, মাস্টার নির্মল কান্তি দাশ, বীর মুক্তিযোদ্ধা প্রসেনজিৎ তালুকদার, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জলো, সৈয়দবাড়ী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, সৈয়দবাড়ি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. ইসকান্দর, সাধারণ সম্পাদক তুষার মুৎসুদ্দী, রাঙ্গুনিয়া মহিলা কলেজের শিক্ষক অসীম কুমার শীল, শিক্ষক মো. রহিম উদ্দিন সিকদার প্রমুখ
রাঙ্গুনিয়ার সৈয়দবাড়িতে নৌকার সমর্থনে উঠান বৈঠক
0
Share.