প্রতিনিধি,
নিহত ওই বৃদ্ধের নাম মোস্তাফিজুর রহমান (৭২)। তাঁর বাড়ি একই গ্রামে। এ ঘটনায় নিহত মোস্তাফিজুরের স্ত্রী নীল বানু বেগম বাদী হয়ে আজ বুধবার সকালে রাঙ্গুনিয়া থানায় জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব মিল্কি বলেন, রাত আটটার দিকে ওই বৃদ্ধ বাড়িতে ফিরছিলেন। পথে প্রতিপক্ষের লোক তাঁর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেজবাহ উল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধ অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন।