“নারীদের উন্নয়নে পুরুষদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন”- দীপংকর তালুকদার এমপি

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, “বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারীদের নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তা আজ বাস্তবায়িত হয়েছে। আজ বিশ্বের অনেক দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি মহিলা। দেশের সরকার প্রধান, বিরোধী দলের নেতা, ডিসি-এসপি এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নারীরা আসীন রয়েছেন। এরপরও পুরুষ শাসিত সমাজে নারীদের যে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য তা উত্তরণ করতে হবে। এরজন্য নারীদের উন্নয়নে পুরুষদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। “সোমবার (৮ মার্চ) দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চট্টগ্রামের চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল সুনামের সাথে এই অঞ্চলে স্বাস্থ্য সেবা পরিচালনা করে আসছে। এই হাসপাতালের আরও উত্তরোত্তর সমৃদ্ধির জন্য যে সংকট-সমস্যা তা সম্মিলিত প্রচেষ্টায় সমাধান করতে হবে। স্বাস্থ্যসেবায় এতদ অঞ্চলে খ্রীষ্টিয়ান হাসপাতাল যে আলো জ্বালিয়েছে, তা যেন কোনভাবে নিভে না যায় সেজন্য সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যে হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব প্রমুখ। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. বিলিয়ম এ সাংমা। কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা ও নার্সিং প্রশিক্ষক রিজইস বম’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্টুডেন্ট নার্স সুশান্তি ত্রিপুরা এবং নারী নেত্রী মিউচিং মারমা তাদের অনুভূতির কথা ব্যক্ত করেন। শেষে শ্রেষ্ঠ নারী উদ্যোক্ত, নারী নেতৃত্ব, মাঠ কর্মী ও নারী দলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের মাঠ কর্মীদের অংশগ্রহণে নারী নির্যাতনের উপর সচেতনতামূলক একটি নাটিকা পরিবেশিত হয়। এর আগে সকালে হাসপাতালের নিজস্ব অর্থায়নে নির্মিত প্রাক্তন পরিচালকদের স্মৃতি রক্ষার্থে “ডা. শৈল মং চৌধুরী স্মৃতি সংগ্রহ শালা”র উদ্বোধন করেন দীপংকর তালুকদার এমপি। বিশ্ব নারী দিবস উপলক্ষে ওইদিন সকালে বর্ণাঢ্য র‌্যালি চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল প্রাঙ্গন থেকে শুরু করে দোভাষী বাজার প্রদক্ষিণ করে শেষ হয়।

Share.

Leave A Reply