উচ্চতর ডিগ্রী অর্জনে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন সাবেক এডিসি কামাল হোসেন

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
উপসচিব পদে পদোন্নতি পাওয়ার পর স্কলারশীপ নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জনে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন রাঙ্গুনিয়ার সাবেক ইউএনও ও চট্টগ্রামের এডিসি মোহাম্মদ কামাল হোসেন। তিনি দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে উন্নয়ন অর্থনীতি ও জেন্ডার বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জন করবেন। এ মাসের ১৬ মার্চ দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে তিনি দেশত্যাগ করবেন। ২০২২ সালের জানুয়ারিতে তিনি উচ্চতর ডিগ্রী শেষ করে দেশে ফেরার কথা রয়েছে।
মোহাম্মদ কামাল হোসেন বলেন, গত বছরের আগষ্ট মাসে তাঁর দক্ষিণ কোরিয়া যাওয়ার কথা ছিল। মহামারী করোনাভাইরাসের কারনে তাঁর সফর পিছিয়ে যায়। তবে ইতিমধ্যে অনলাইনে তাঁর ক্লাস শুরু হয়। সফলভাবে উচ্চতর ডিগ্রী অর্জন করতে তিনি সবার দোয়া চান।
উল্লেখ্য মোহাম্মদ কামাল হোসেন এডিসি হিসেবে পদোন্নতি পাওয়ার পর নোয়াখালী জেলায় প্রথম যোগদান করেন। পরে চট্টগ্রামে বদলি হন। সস্প্রতি তিনি উপসচিব পদে পদোন্নতি লাভ করেন।
তাঁর বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায়। তিনি ২০১৬ সালের ২৪ আগস্ট রাঙ্গুনিয়ার ইউএনও হিসেবে যোগদান করেন । এর আগে তিনি রাঙামাটি সদরের ইউএনও ছিলেন।

Share.

Leave A Reply