বোয়ালখালীতে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0

বোয়ালখালী প্রতিনিধি।   চট্টগ্রামে বোয়ালখালীতে ১০০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো.হানিফ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মো.হানিফ কক্সবাজার জেলার ঝিলংজা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম মুক্তার কুল গ্রামের মৃত হাকিম আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, বুধবার (১০ মার্চ) সকালে উপজেলার কালাইয়ার হাট এলাকা থেকে সন্দেহ জনক হানিফকে আটকের পর তার দেহ তল্লাশি করে ১০০৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর হানিফকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম।

Share.

Leave A Reply