খাগড়াছড়িতে ট্রাকচাপায় প্রাণ গেল বাইক আরোহীর

0

খাগড়াছড়িতে ট্রাকের নিচে চাপা পড়ে মো. হানিফ (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে নাজিম (২৮) নামের এক বাইক চালকও গুরুতর আহত হয়েছেন।

নিহত হানিফ মাটিরাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত মোতাহের হোসনের ছেলে। পেশায় তিনি ট্রাকের হেলপার বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ‘খাগড়াছড়ি জেলা সদর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে মাটিরাঙ্গা ফিরছিল হানিফ। তিনি সাপমারা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে হানিফসহ চালক রাস্তায় পড়ে গেলে পাথরবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত বাইক চালক নাজিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।’

Share.

Leave A Reply