রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ২নং ওয়ার্ড কাজী বাড়ি রাইডার্স ক্লাব এর দশম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় মাঠে শুক্রবার (১৯ মার্চ) রাতে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে অলস্টার ক্রিকেট দল। তারা প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্দিষ্ট ওভার শেষে ১০৫ রান সংগ্রহ করেন। ১০৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষ ডেঞ্জার বয়েস ক্রিকেট দল ৭৭ রানে গুটিয়ে যায়। এতে ২৮ রানে জয় লাভ করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় অলস্টার ক্রিকেট দল। খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলেল ফুড প্রোডাক্টস এর চেয়ারম্যান কাজী মনিরুল ইসলাম উজ্জ্বল। প্রধান অতিথির বক্তব্য দেন কাজী টিম্বার গ্রুপের চেয়ারম্যান কাজী এমও ফারুক আরমান। প্রধান বক্তা ছিলেন ইউসিবি ব্যাংক রাঙ্গুনিয়া শাখার অপারেশন ম্যানেজার মঈন উদ্দিন তালুকদার। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন কেএমবি ব্রিকস এর চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী। কাজী মো. সাওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন ধামাইরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওমরগণি চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক ফজলুল ইসলাম সেলিম, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজ গভর্নিং বডির সদস্য কাজী সিরাজুল হক, কাজী ইন্টারন্যাশনাল (সিএন্ডএফ) এর চেয়ারম্যান আব্দুল কাদের আশিক। বিশেষ অতিথি ছিলেন কাজী ছালেহ জঙ্গী, কাজী জাহেদ ইকবাল, কাজী সেলিম, ইউপি সদস্য কাজী মঈন উদ্দিন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা, মাস্টার মুহাম্মদ মুছা, মুবিন চৌধুরী, কাজী মো. হারুন, কাজী হোসনে মোবারক রানা, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক নাছিমুল আনোয়ার সাব্বির প্রমুখ। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি তুলে দেওয়া হয়। এছাড়া অংশ নেওয়া বিভিন্ন দলের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া নৈপুণ্যের ভিত্তিতে পুরস্কৃত করা হয়। শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
রাঙ্গুনিয়ায় কাজী বাড়ি রাইডার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল
0
Share.