নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্র“প এর আয়োজনে কলেজ প্রাঙ্গনে মঙ্গলবার (২৩ মার্চ) রাতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দুইদিনব্যাপী বার্ষিক তাঁবুবাস, জলসা ও দীক্ষা অনুষ্ঠান উদ্বোধন হয়েছে। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ কে এম সুজাউদ্দিন’র সভাপতিত্বে ও অধ্যাপক মো. ইফতেখার উদ্দিন এবং তাহমিনা আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. আবু ইউসুফ, চট্টগ্রাম জেলা রোভার স্কাউট’সর সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন,সহকারি কমিশনার মো. জসিম উদ্দিন খাঁন, সম্পাদক এ জেড এম বোরহান উদ্দিন, কলেজের প্রভাষক মোতাহের হোসেন প্রমুখ। আলোচনা শেষে স্কাউট সদস্যদের পরিবেশনায় সাং®কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
রাঙ্গুনিয়া সরকারি কলেজে স্কাউটস’র দীক্ষা অনুষ্ঠান
0
Share.