রাঙ্গুনিয়ায় জায়গা দখলে বাধা দেয়ায় দুই যুবককে মারধরের অভিযোগ

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় জায়গা দখলে বাধা দেয়ায় দুই যুবককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১২ এপ্রিল) দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড দক্ষিণ নোয়াগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন মো. নাজিম (৩৯) ও তাঁর ছোট ভাই মো. সেলিম (৩২)। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাঁদের বাড়িও একই এলাকায়। এই ঘটনায় ৬ জনকে অভিযুক্ত করে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেছেন আহত মো. নাজিম।
অভিযোগকারী মো. নাজিম বলেন, “ প্রতিবেশী নুরু মোহাম্মদ বদসহ কয়েকজনের সাথে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে তাঁরা আমাদের বসতভিটার জায়গা দখল করতে গেলে বাধা দেয়ায় আমাকে ও আমার ভাই সেলিমকে মারধর করে।”
জানতে চাইলে অভিযোগের তদন্তকারী পুলিশ কর্মকর্তা সুজন কুমার চক্রবর্ত্তী বলেন, “ জায়গা সংক্রান্ত বিরোধে ঘটনাটি ঘটেছে ধারণা করছি। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।”

Share.

Leave A Reply