ফিশারি ঘাটে ১৫ লাখ টাকা লুটের অভিযোগ

0

নিজস্ব প্রতিবেদক।

নগরীর কোতোয়ালি থানাধীন ফিশারিঘাট এলাকা থেকে সাদিক হুমায়ুন মাঝি নামের এক লোকের কাছ থেকে ১৫ লাখ টাকা লুটের অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) রাত ৮ টার দিকে গণমাধ্যম কর্মীদের টাকা লুটের বিষয়টি সাদিক হুমায়ুন নিজে নিশ্চিত করেন।

হুমায়ুন চট্টগ্রাম নিউজকে জানান, অস্ত্র শস্ত্র নিয়ে ১০/১২ আমার অফিসে হামলা চালায়। এসময় আমার আলমিরা থেকে ১৫ লাখ টাকা লুট করে তারা নিয়ে গেছে।আমার কাছে টাকা আরও বেশি ছিল। তারা শুধু ১৫ লাখ টাকা নিয়ে গেছে।

কোতোয়ালি থানা পুলিশ জানায় টাকা লুটের কোনো ঘটনা ঘটেনি। পুলিশ জানায় জিয়া কোম্পানির বোটে চাকরি করতেন সাদিক নামের এক লোক। সম্প্রতি সাদিক হুমাউন মাঝির বোটে চাকরি নেন। বিষয়টি জিয়া কোম্পানি মেনে নিতে পারছিল না।

একপর্যায়ে হুমায়ুনের ব্যবসা প্রতিষ্ঠানে জিয়া কোম্পানির লোকজন গেলে সেখানে সামান্য বাড়াবাড়ি হয়। টাকা লুটের কোনো ঘটনা ঘটেনি। জিয়া কোম্পানির বক্তব্য হচ্ছে, তারা সাদিকের কাছ থেকে ৩ লাখ টাকা পান। যার কারণে তাকে কাজে না নিতে হুমাউনকে বলেন। কিন্তু হুমায়ুন মাঝি তা শুনেননি।

গণমাধ্যমের কাছে আসা একটি ভিডিওতে হুমায়ুন মাঝিকে বলতে শোনা যায়, জিয়া মাঝির লোকজন এসে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৫ লাখ টাকা নিয়ে গেছেন।

Share.

Leave A Reply