কৃষকের হাতে ধান কাটা ও মাড়াই যন্ত্রের চাবি তুলে দিলেন তথ্যও সম্প্রচার মন্ত্রী

0

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধান কাটার জন্য কম্বাইন্ড হারভেস্টার (ধান কাটা ও মাড়াই যন্ত্র) মেশিন এর চাবি কৃষকের হাতে তুলে দিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। শনিবার (১ মে) দুপুরে উপজেলার মজুমদারখীল গুমাইবিলে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি হস্তাস্তর ও বোরো ধান কাটা উদ্বোধন করেন মন্ত্রী। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. মাসুদুর রহমান, কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার প্রমুখ।
এসময় মন্ত্রী বলেন, “আমাদের সরকার কৃষক বান্ধব সরকার। কৃষিকে আধুনিকায়ন করার কারণে খাদ্য ঘাটতির দেশ থেকে এখন আমরা খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। আগে আমরা বিভিন্ন দেশ থেকে খাদ্য সাহায্য নিতাম, আর এখন আমরা বিভিন্ন দুর্যোগে অন্যান্য দেশকেও খাদ্য সহায়তা দিচ্ছি। এসব সম্ভব হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপের কারণে। কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনের সাহায্যে ঘন্টায় কয়েক একর ধান কাটা এবং একই সাথে মাড়াই করা যায়। যে পরিমাণ ধান কাটতে ৪-৫ জন শ্রমিকের সারাদিন লেগে যায়, ঠিক একই পরিমাণ জমির ধান এই মেশিনের সাহায্যে এক ঘন্টায় কাটা সম্ভব এবং খরচও হয় অর্ধেক। সারাদেশের এই দুর্যোগকালীন মুহুর্তে অসহায় কৃষকের ধান কেটে দেওয়ার ক্ষেত্রে এই মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি কৃষি উন্নয়ন সহায়তার আওতায় খামার যান্ত্রিকীকরণ প্রকল্প এর মাধ্যমে ৩০ লাখ টাকা দামের এই কম্বাইন্ড হারভেস্টার মেশিন সরকারি ভাবে ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষককে দেয়া হয়েছে। দ্রুত ধান কাটতে এখন থেকে ব্যবহার করা হবে কম্বাইন্ড হারভেস্টার। এর পাশাপাশি ব্যবহার করা হবে রিপার মেশিন। সরকারি ভুর্তুকী মূল্যে দেওয়া এই মেশিনটি কৃষকের পাকা ধান কাটা এবং একই সাথে মাড়াইয়ের কাজ করবে।

Share.

Leave A Reply