রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে বিএনপি নেতা গ্রেপ্তার

0

হেফাজত নেতা মামুনুল হকের রিসোর্টকাণ্ডে তার সমর্থকদের হাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিহত আওয়ামী লীগ নেতা মহিবুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মো. ইউনুছ মনি ওরফে মইন্যাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। ইউনুছ মনি রাঙ্গুনিয়া উপজেলার কোদালা সেনবাড়ি এলাকার মৃত নূর হোসেনের পুত্র। রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি আনোয়ার হোসেন শামীম ও রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কী ও এসআই মজিবর রহমান ত্রিমুখি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ইউনুছ মনি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

সোমবার (৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার শিলক ইউনিয়নের নটুয়ার টিলা এলাকায় অভিযান চালিয়ে পাহাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সরকারি কাজে বাধাদান, হত্যাসহ বিভিন্ন অভিযোগে রাঙ্গুনিয়া থানায় মোট ৫টি মামলা রয়েছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কি।
তিনি জানান, গত ৩ এপ্রিল রাত ৮টার দিকে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে রাঙ্গুনিয়ার কোদালায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। মিছিলে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরাও যোগ দেয়। মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন বিএনপি নেতা ইউনুছ মনি। বিক্ষোভ মিছিল থেকে লাঠিসোটা নিয়ে বেধড়ক মারধর করা হয় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মুহিব্বুল্লাহ, যুবলীগ নেতা আবদুল জব্বার ও দিলদার আজম লিটনকে। মুহিবুল্লাহর মাথায় ও শরীরে মারাত্মকভাবে আঘাত করা হয়।
ওসি মাহবুব মিল্কি বলেন, নগরের পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৬ এপ্রিল মুহিবুল্লাহর মৃত্যু হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয় রাঙ্গুনিয়া থানায়। দুটি মামলাতেই উপজেলা বিএনপি নেতা ইউনুছ মনিকে প্রধান আসামি করা হয়েছে।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, মামলা হওয়ার পর থেকে গা ঢাকা দেন ইউনুছ। তিনি তথ্যপ্রযুক্তিতে দক্ষ। যতবার অভিযানে যাই, পুলিশকে ফাঁকি দিয়ে চলে যায়। অবশেষে আজ (সোমবার) সকালে পাহাড়ে পলায়নরত অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। তদন্ত করে এই মামলার ঘটনায় যুক্ত অন্যান্য আসামিকেও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

Share.

Leave A Reply