নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় বেসরকারি সংস্থা কারিতাস’র উদ্যোগে সুফল-২ প্রকল্পের আওতায় পারুয়া ও ইসলামপুর ইউনিয়নের ৩৪ জন উপকারভোগীর মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এই সময় প্রতিজনকে ২০ কেজি করে কেঁচো জৈব সার ও ৭ ধরনের শাকসব্জির বীজ দেয়া হয়। এই উপলক্ষে মঙ্গলবার (৪ মে) সকালে পারুয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পারুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জাহেদুর রহমান তালুকদার। বক্তব্য দেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, কারিতাস চট্টগ্রাম অঞ্চলের প্রোগ্রাম অফিসার মো. এমদাদুল ইসলাম চৌধুরী, উপজেলার মাঠ কর্মকর্তা (সুফল) গৌরী ভট্টাচার্য্য, মাঠ কর্মকর্তা (সিএমএফপি) মো. জসিম উদ্দীন, এনিমেটর চাইথোয়াই মারমা ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব।
রাঙ্গুনিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
0
Share.