রাঙ্গুনিয়া প্রতিনিধি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের উদ্যোগে লকডাউনের কারনে কর্মহীন পড়া অসহায় ৩২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৫ মে) সকালে কোদালা উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোদালা ইউনিয়ন আ.লীগের সভাপতি বদিউল আলম মাষ্টার। উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং কোদালা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাউছার নূর লিটন, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. ইসহাক, এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা আজিজুল হক কোম্পানী, আ.লীগ নেতা মো. নুরুল আলম, কোব্বাদ মেম্বার, নেজাম সওদাগর মো. হারুন, আজিজুল আমিন সায়মন, নাছির উদ্দিন, রফিক হাসান , হাফেজ মাওলানা খোরশেদ, যুবলীগের মো. কাদের প্রমুখ।
এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ বলেন, রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ১০ হাজার পরিবারকে ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হবে।
রাঙ্গুনিয়ার কোদালায় এনএনকে ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
0
Share.