নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া ঃ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রাঙ্গুনিয়ায় ভূমি ও গৃহহীন ১০০ পরিবার পাবেন নতুন পাকা ঘর। আগামী মাসের প্রথম সপ্তাহে এই ঘর ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত হয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৭ মে) দুপুরে উপজেলার বেতাগী ইউনিয়নের উত্তর ঢেমিরছড়া বউলপুর এলাকায় ঘরের নির্মাণ কাজের অগ্রগতি দেখতে আসেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান। এই সময় সাথে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) রাজিব চৌধুরী, রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাঁন মো. নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, বেতাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর কুতুবুল আলম, রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুতের ডিজিএম সরওয়ার জাহান প্রমুখ।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, মুজিববর্ষ উপলক্ষে রাঙ্গুনিয়ায় প্রথম পর্যায়ে আগে দুই শতাংশ জমির সঙ্গে ঘর পেয়েছেন ৬৫টি পরিবার। আশ্রয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এবার ১০০ পরিবারকে জমির সঙ্গে ঘর দেওয়া হবে। সরকারি নির্ধারিত একই নকশায় নির্মিত ঘরের কাজ শেষ পর্যায়ে। মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে আগামী মাসের প্রথম সপ্তাহে এই ঘরের উদ্বোধন করবেন। “
রাঙ্গুনিয়ায় গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শনে ডিসি
0
Share.