রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদী থেকে নিখোঁজ শিশুর নিথর দেহ উদ্ধার

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নিখোঁজ ইমাম হোসেন আবির (৯) নামের এক শিশুর লাশ ২৩ ঘন্টার পর উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ মে) সকাল ১১ টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের নাজিরার চর এলাকায় কর্ণফুলী নদীতে নিখোঁজ শিশুটির নিথর দেহটি দেখতে পেয়ে উদ্ধার করেন স্থানীয়রা। পরে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষনা করেন।
আবির উপজেলার পোমরা ইউনিয়নের মোতোয়াল্লী পাড়ার সৈয়দুর রহমানের ছেলে। সে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাঙ্গালী শাহ মাজার এলাকায় কয়েকদিন আগে মামার বাড়িতে বেড়াতে আসে।
শিশুর স্বজনরা বলেন, মঙ্গলবার (১৮ মে) বেলা ১২ টার দিকে কাঙ্গালী শাহ মাজার সংলগ্ন ঘাটে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে নদীতে তলিয়ে যায় শিশু আবিরসহ আরো ৪ জন। অন্য শিশুরা গোসল করে উঠতে পারলেও আবির নদীর স্রোতে তলিয়ে যায়।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া ষ্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, গতকাল (মঙ্গলবার) ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর অভিযান চালিয়েছিল। অবশেষে আবিরের নিথর দেহ নদীতে ভেসে যাচ্ছে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

Share.

Leave A Reply