রাঙ্গুনিয়ার প্রবীণ শিক্ষক হরিপদ সাহার মৃত্যু

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হরিপদ সাহা(৮৪) বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেছেন। গতকাল মঙ্গলবার (১ জুন) সকাল পৌনে ৯ টার দিকে চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দুপুর একটার দিকে রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সাবেক রাঙ্গুনিয়া গ্রামে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাঙ্গুনিয়া শিক্ষক সমিতিসহ বিভিন্ন শিক্ষক সংগঠন। এক বিবৃতিতে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান ও সহকারি প্রধান মো. আবু সায়েমসহ স্কুলের শিক্ষকবৃন্দ গভীর শোক প্রকাশ করছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share.

Leave A Reply