শনিবার রাঙ্গুনিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় শনিবার (৫ জুন) সকালে প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে অনুষ্ঠিতব্য প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি। তিনি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ভিডিও প্রদর্শনী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তফা কামাল বলেন, “ প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায়, প্রানিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো প্রানিসম্পদ প্রদর্শনীর আয়োজন হচ্ছে। ”

Share.

Leave A Reply