রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) সকালে প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগ সভাপতি আবদুল মান্নান তালুকদার, সাধারণ সম্পাদক আইয়ুব রানা, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. হারুন অর রশীদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা, উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কাদের, খামারী নিজাম উদ্দিন, চৌধুরী ইক্রা ফেরদৌস দোলা , ইকবাল হোসেন প্রমুখ। দিনব্যাপী প্রদর্শনীতে ৩৫ টি স্টলে বিভিন্ন প্রকারের প্রাণি ও পাখি প্রদর্শন করা হয়। আলোচনা শেষে সেরা ১৩ স্টলকে পুরষ্কৃত করা হয়।
রাঙ্গুনিয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
0
Share.