রাঙ্গুনিয়ায় সম্পদ ভিত্তিক সমাজ উন্নয়ন বিষয়ক কর্মশালা

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস’র উদ্যোগে স্থায়িত্বশীল খাদ্য ও জীবিকায়ন নিরাপত্তা (সুফল-২) প্রকল্পের আওতায় সম্পদ ভিত্তিক সমাজ উন্নয়ন বিষয়ক কর্মশালা ও আলোচনা সভা মঙ্গলবার (১৫ জুন) সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক রিমি সুভাষ দাসের সভাপতিত্বে ও কর্মসূচি কর্মকর্তা মো. এমদাদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তফা কামাল, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রুহুল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা ফায়কা বিনতে মাহবুব, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী রাশেদা বেগম, কারিতাস কেন্দ্রীয় অফিসের প্রজেক্ট সাপোর্ট অফিসার মার্সাল ডি কস্তা, পারুয়া ইউপি (ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার, কারিতাস এর এরিয়া ম্যানেজার জসিম উদ্দিন, মাঠ কর্মকর্তা(সুফল প্রকল্প) গৌরি ভট্টাচার্য্য প্রমুখ।

Share.

Leave A Reply