রোববার রাঙ্গুনিয়ার সাথে যুক্ত হয়ে ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় ভূমিহীন ও গৃহহীনদের নতুন নির্মিত সরকারি আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  রোববার (২০ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের বহলপুর গ্রামে ভিডিও কনফারেন্সে সরাসরি সংযুক্ত হয়ে উদ্বোধন করবেন তিনি। এই সময় রাঙ্গুনিয়ার সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রামের বিভিন্ন এলাকার সাংসদ ও চট্টগ্রামের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন। শুক্রবার (১৮ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, ‘মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে মুজিব শতবর্ষ উপলক্ষে রাঙ্গুনিয়ার ভূমি ও গৃহহীন ৬০৬টি পরিবারের তালিকা করা হয়। প্রথম পর্যায়ে এরই মধ্যে দুই শতাংশ জমির সঙ্গে ঘর পেয়েছেন ১১৫টি পরিবার। দ্বিতীয় পর্যায়ে ৫০ পরিবারকে জমির সঙ্গে ঘর দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে জমি ও গৃহ প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। গৃহায়নের পর ওই এলাকায় পাকা রাস্তা তৈরি, বিদ্যুৎ সংযোগ ও গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। ঘর পাওয়া এসব পরিবারগুলো সামাজিক বনায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি পাবে।”

Share.

Leave A Reply