রাঙ্গুনিয়া প্রতিনিধি
সংগীত শিল্পী পিজিত মহাজনের রাঙ্গুনিয়ার গ্রামের বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগে চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন পিজিত মহাজনের বাবা স্বপন মহাজন। ১৭ জুন প্রতিবেশী অনুপ দাশসহ ৩ জনকে বিবাদী করে মামলাটি দায়ের করা হয়।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার রাজানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ঠান্ডাছড়ি নতুন পাড়া গ্রামের মন্দিরের সেবক স্বপন মহাজন। অভিযুক্তরা প্রতিরাতে মন্দিরের সামনে বসে নেশা করে। মন্দিরের সেবক স্বপন তাদের বাধা দিলে তাঁরা তাকে মারধরের চেষ্ঠা করে এবং তাঁর বাড়িঘর ও মন্দির পুড়ে দেয়ার হুমকি দেন। ১০ জুন মধ্যরাতে স্বপন মহাজন প্রতিবেশীর বাড়িতে ভাত খেতে গেলে আগুন লাগার খবর পেয়ে বাড়িতে এসে দেখেন অভিযুক্তরা মন্দিরের পাশ দিয়ে মশাল হাতে পালিয়ে যাচ্ছেন। আগুনে নগদ টাকা মূল্যবান জিনিসপত্রসহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এছাড়া মন্দিরের সামনের অংশেও আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়।
সংগীত শিল্পী পিজিত মহাজন বলেন, “ তাঁর মা নেই। গ্রামের বাড়িতে বাবা ছাড়া কেউ থাকেন না। আগুনে তাঁদের একমাত্র সম্বল ঘরটি শেষ হয়ে গেছে। তিনি ঘটনার সাথে জড়িতদের বিচার চেয়ে সংম্লিষ্টদের কাছে গিয়েও কোনো বিচার পাননি। তাই দেরিতে হলেও তাঁদের আদালতে যেতে হলো। তিনি ঘটনার সুবিচার দাবি করেন।
রাঙ্গুনিয়া থানার (ওসি) মো. মাহাবুব মিল্কিী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দেখে ব্যবস্থা নেয়া হবে। Report – Abbas Hossain Aftab