সড়ক দুর্ঘটনায় হালিশহরে নিহত ১

0

চট্টগ্রাম মহানগরীর হালিশহরে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (২৫) নামের একজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২২ ‍জুন) সকাল ১০টার দিকে বিশ্বরোডে স্কেভেটার চালানোর সময় দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে মো. শাহজাহান নামের আরেকজন চালক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন।

শাহজাহান জানান, সকাল ১০টার দিকে স্কেভেটার চালানোর সময় জানালা দিয়ে মাথা বের করেছিলেন নজরুল ইসলাম।

এ সময় সড়কের পাশের একটি দেয়ালের সঙ্গে লেগে মাথায় আঘাত পান তিনি। আহত অবস্থায় উদ্ধার করে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নজরুল ইসলামকে বেলা সাড়ে ১১টার দিকে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। এরপর সেখানে তিনি মারা যান। তার গ্রামের বাড়ি সন্দ্বীপে।

Share.

Leave A Reply