জালাল উদ্দিন রাঙ্গুনিয়া পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন জালাল উদ্দিন। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পরপর তিনবারের নির্বাচিত কাউন্সিলর। এছাড়া প্যানেল মেয়র-২ হিসেবে ৭ নম্বর ওয়ার্ডের তারেকুল ইসলাম চৌধুরী এবং প্যানেল মেয়র-৩ হিসেবে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেসমিন আক্তার নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২২ জুন) দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার নব-নির্বাচিত পরিষদের মাসিক সাধারণ সভায় তারা নির্বাচিত হয়েছেন। এতে সভাপতিত্ব করেন মেয়র মো. শাহজাহান সিকদার।
এদিন প্যানেল মেয়র-১ নির্বাচনে জালাল উদ্দিন ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি জসিম উদ্দিন শাহ পেয়েছেন ৪ ভোট। অন্যদিকে বিনাপ্রতিদ্বন্ধিতায় প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন তারেকুল ইসলাম চৌধুরী এবং সংরক্ষিত তিন জন নারী কাউন্সিলরের মধ্যে জেসমিন আক্তার ৭ ভোট পেয়ে প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছেন।
কাউন্সিলর জালাল উদ্দিন রাঙ্গুনিয়া পৌরসভার ১নং ওয়ার্ড থেকে পর পর তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ইতিপূর্বেও তিনি প্যানেল মেয়র’র দায়িত্ব পালন করেছিলেন। অন্যদিকে তারেকুল ইসলাম চৌধুরী ও জেসমিন আক্তার দু’জনেই দ্বিতীয় মেয়াদে নির্বাচিত কাউন্সিলর।
এর আগে গত ১২ এপ্রিল পৌরসভার নব-নির্বাচিত মেয়র হিসেবে মো. শাহজাহান সিকদারসহ ৯টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহণ করেন। #

Share.

Leave A Reply