লকডাউনে মানুষকে সচেতন করতে স্বেচ্ছায় তাঁরাও সড়কে

0

আব্বাস হোসাইন আফতাব :
মোটরসাইকেলে একজনের বেশি মানুষ দেখলে পুশব্যাক করছেন। অপ্রয়োজনে বের হচ্ছেন এই রকম মানুষকে বুঝিয়ে ঘরে ফেরত যেতে বলছেন। কারো মাস্ক না থাকলে মাস্ক দিচ্ছেন। অবশ্যই এসব কিছু করছেন পুলিশের সহযোগিতা নিয়ে। কঠোর লকডাউনে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে স্বেচ্ছায় সচেতনতামূলক এমন কার্যক্রমটি চালাচ্ছেন “ রাঙ্গুনিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্র“প”। রোববার (৪ জুলাই) থেকে তাঁরা এই কার্যক্রম শুরু করেছেন।
কথা হয় স্কাউট দলনেতা শাহাজাহান ভুইয়ার সাথে।
তিনি বলেন, রাঙ্গুনিয়া সরকারি কলেজ স্কাউট দলে পঞ্চাশ জনের উপরে সদস্য রয়েছে। ওদের ভাগ করে প্রতিদিন দশ জন করে কার্যক্রম চালাচ্ছেন। উপজেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে কাজটি করা হচ্ছে। করোনা থেকে রক্ষা পেতে মানুষকে সরকারের কঠোর বিধিনিষেধ মানাতে মূলত সচেনতামূলক কার্যক্রম এটি। মানুষ যাতে অযথা ঘুরাঘুরি না করে, প্রয়োজনে মাস্ক ছাড়া যেন বের না হয় এসব কিছু বুঝানো হচ্ছে। কঠোর লক্ডাউন চলাকালে রাঙ্গুনিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে প্রতিদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও))মো. মাসুদুর রহমান বলেন, “ মানুষকে বিধিনিষেধ মানাতে প্রতিদিন ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে, জরিমানা করা হচ্ছে। সড়কে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি স্কাউট দল সড়কে নেমে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন। সত্যিই প্রশংসনীয় উদ্যোগ এটি। ”
রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ কে এম সুজা উদ্দীন বলেন,“ করোনার কারনে কলেজ তো এখন বন্ধ । কলেজের শিক্ষার্থীদের এমন কার্যক্রমে তাঁদের উৎসাহ দেয়া হচ্ছে। দেশের ক্রান্তিলগ্নে অন্যরাও তাঁদের দেখাদেখিতে সচেতনতামূলক কার্যক্রম চালাতে পারেন।

Share.

Leave A Reply