রাঙ্গুনিয়ায় সড়কের ওপর পশুর হাট, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় সড়ক দখল করে হাট বসানোর দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১৯ জুলাই) বিকেলের দিকে উপজেলার গোডাউন ও মরিয়নগর চৌমুহনী পশুর হাটে এই অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী। রাঙ্গুনিয়া থানা -পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বলেন, ‘সড়কের ওপর পশুরহাট বসানোর অভিযোগে গোডাউন ও মরিয়নগর চৌমুহনী হাটে অভিযান চালানো হয়। অভিযানে সড়কে যানজট তৈরি করে গরু উঠানো-নামানোর দায়ে মো. জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সড়কের ওপর গরু রেখে যানজট সৃষ্টি করলে ইজারা বাতিল করে হাট বন্ধ করে দেয়া হবে।”
উল্লেখ্য, সোমবার(১৯ জুলাই) সড়কের ওপর পশুর হাট, যানজটে নাকাল শিরোনামে দৈনিক প্রথম আলোর ৬ পৃষ্ঠায় সংবাদ প্রকাশিত হয়।

Share.

Leave A Reply