রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় বিআরডিবি’র উদ্যোগে প্রধানমন্ত্রী ঘোষিত করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) সকালে উপজেলার বিআরডিবি কার্যালয় মিলনায়তনে ঋণ বিতরণ উপলক্ষে এক সভা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ রানা’র সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন চট্টগ্রাম বিআরডিবি’র উপ-পরিচালক মোরশেদ আলম, সহকারি কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে। এদিন বিআরডিবি’র উদ্যোগে সাড়ে ৬৪ লাখ বরাদ্দের মধ্যে প্রাথমিকভাবে ৪ জন পল্লী উদ্যোক্তাকে সাড়ে ৫ লাখ টাকা নগদ ঋণ তুলে দেয়া হয়।
রাঙ্গুনিয়ায় করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ
0
Share.