নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় বিদ্যুৎ বিভ্রাট নিরসনে সংষ্কার কাজ শুরু করেছেন পলী বিদ্যুৎ সমিতি। চট্টগ্রাম পলী বিদ্যুৎ সমিতি-২ (রাঙ্গুনিয়া,রাউজান, ফটিকছড়ি) এর জিএম (জেনারেল ম্যানেজার) মোল্যা আবুল কালাম আজাদ’র নির্দেশনায় এই কাজ শুরু হয়। শুক্রবার (৩০ জুলাই) দুপুরে প্রথমে রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকায় কাজ শুরু হয়। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায়ও সংষ্কার কাজ করা হবে জানিয়েছে রাঙ্গুনিয়া পলী বিদ্যুৎ কার্যালয়। এর আগে বুধবার(২৮ জুলাই) রাতে চট্টগ্রাম পলী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম মোল্যা আবুল কালাম আজাদ বিদ্যুৎ বিভ্রাট নিরসনে পৌরসভার সৈয়দবাড়ীসহ বিভিন্ন এলাকায় যান ও গ্রাহকদের সমস্যার কথা শুনেন ও সমাধানের আশ্বাস দেন । মাঠ পর্যায়ে উপস্থিত থেকে সংষ্কার কাজ করছেন পলী বিদ্যুতের রাঙ্গুনিয়া অফিসের ডিজিএম মাধব নাগ, এজিএম(ও এ্যান্ড এম) জুয়েল দাশ ও পলী বিদ্যুতের এলাকা পরিচালক শিবু চন্দ। পলী বিদ্যুৎ রাঙ্গুনিয়া কার্যালয়ের ডিজিএম মাধব নাগ বলেন, বর্তমানে কোনো লোডশেডিং নেই। তবে কিছু কিছু এলাকায় ত্রুটি দেখা দিলে সারাতে গিয়ে বিদ্যুৎ বন্ধ রাখলে একটু বিদ্যুৎ বিভ্রাট হয়। এসব এলাকায় আলাদা সাব স্টেশন করে বিদ্যুৎ সরবরাহ করা হবে। যেহেতু সংষ্কার কাজ শুরু হয়েছে। সব জায়গায় সংষ্কার কাজ শেষ হলে গ্রাহকরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে বলে আশা করছি।” উলেখ্য রাঙ্গুনিয়ায় বিদ্যুৎ বিভ্রাট নিয়ে স¤প্রতি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। স্থানীয় ভুক্তভোগী গ্রাহকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে লেখালেখি করেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে তাঁরা বিদ্যুৎ বিভ্রাট নিরসনে মাঠ পর্যায়ে কাজ শুরু করেন।
রাঙ্গুনিয়ায় বিদ্যুৎ বিভ্রাট নিরসনে সংষ্কার কাজ শুরু
0
Share.