প্রতিনিধি,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় করোনা টিকাদানকারী মো. নাসির উদ্দিন করোনা আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত আছেন। আজ রোববার (১ আগস্ট) তিনিসহ আক্রান্ত হয়েছেন ৫২ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বছর রাঙ্গুনিয়ায় করোনা সংক্রমনের শুরুতে নাসির উদ্দিন বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করেছেন। তিনি এই পর্যন্ত এক হাজারের ওপর নমুনা সংগ্রহ করেছেন। করোনার টিকাদানের শুরু থেকে এই পর্যন্ত চার হাজারের অধিক মানুষকে টিকা দিয়েছেন। রোববার(১ আগস্ট) রাঙ্গুনিয়ায় ৫২ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত রাঙ্গুনিয়ায় আক্রান্ত ১১২৭ জন এবং মারা গেছে ২০ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেব প্রসাদ ভট্টাচার্য্য বলেন, ” টিকাদানকারী নাসির বাড়িতে আইসোলেশনে আছেন। তিনি আক্রান্ত হওয়ার করোনা টিকা দিতে তেমন একটা অসুবিধা হচ্ছেনা। অন্যরা টিকাদান চালিয়ে যাচ্ছেন।”